অন্ধকার সুধন্যা

অন্ধকার
সুধন্যা

জলের ভিতর আমি ,
আমার ওপরে ওঠে জল…
কপটতা মনে হয় বাইরের বৃথা কোলাহল!

আমাদের যৌথ দিন
চুরি যায় প্রেম অবক্ষয়ে;
শব্দ পড়ে থাকে শুধু নগ্ন অক্ষরের গায়ে!

তবু তার মাঝখানে ডুবে আছি, ডোবাই সম্বল…
স্থির হয়ে পড়ে থাকে ভাঙ্গা ঘর, প্রেমের আদল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *