#বেহায়া ইচ্ছে @ পাপিয়া।
#বেহায়া ইচ্ছে
@ পাপিয়া।
~~~~
যদি দিতেই হয়; তাহলে একটা শীতের ভোর দিস….
ঘুম ভাঙা চোখে আলিঙ্গনের উষ্ণতা মাখবো গোটা শরীরে, আর ধীরে ধীরে গুটিয়ে যাবো খোলসের ভাঁজে অবলীলায়।
আড়মোড়া ভাঙবো আবেশের অলিগলিতে; সময়ের স্নিগ্ধতাকে সাক্ষী রেখে।
তারপর কুঁড়েমির বেহায়াপনাকে সরিয়ে, উর্জা নেবো তোর আঙুল ছুঁয়ে…
রাত ফোঁটাদের গড়িয়ে পড়া দেখবো ঝাপসা কাচে ; আপনমনে।
ভেজা শিশিরের আকর্ষণে পা ডোবাবো ঘাসের মখমলে।
কুসুম রোদে পিঠ এলিয়ে, স্বপ্ন মেলবো প্রকৃতির বুকে…
এরপর, বেপরোয়া হিমেল হাওয়ায় ইচ্ছে ভাসাবো রোদের ঠিকানায়।
ধানের শীষে দেখবো ঢেউয়ের ওঠানামা দু চোখ ভরে….
গরম কফির কাপে ঠোঁট ডুবিয়ে উপভোগ করবো বাহারি ফুলেদের সাথে প্রজাপতির খুনসুটি।
শুধু তুই থাকিস পাশে..
অতীতের ভেজা সহবাস দুপুরের হাল্কা আঁচে শুকিয়ে নিয়ে রেখে দেবো চিলেকোঠার বন্ধ ঘরে।
বাকী পথটুকু? শ্রাবণের বুকেই না হয় যত্নে আঁকবো বসন্তের ছবি… পারবি না?