নাম থেকে নামে — শিখা গুহ রায়

নাম থেকে নামে
শিখা গুহ রায়
কাল্পনিক আকাশের দিকে চেয়ে চেয়ে
নিঝুম রাতে ফেলে আসা অতীত
খুব কাছে—–
আবার দূরে লুকোচুরি মন সময়ের সাথে একা-একা বসে থাকে-নামহীন কষ্ট অপেক্ষা শুধু প্রিয় বসন্ত খোঁজে হৃদয়ের কথা —- –
বিশ্বাস ——-আমৃত্যু খুঁজে ফিরে
বিরহিনী মন তোমাকে চাই—
শুধুই তোমাকে
জীবনে মরনে বেঁচে থাকা –
এতো অশ্রু জল
অবলম্বনে অস্পষ্ট স্মৃতি বার-বার
ফিরে আসি গৃহবন্দী জীবন —–
অশুভ সংকেত আত্মসমর্পণ
ভূল গন্তব্য থেকে সুখের বিলাপ বেহায়া মন প্রভাতের অপেক্ষায়
বিষধর ঘুমন্ত দেহ
:সময়ের সাথে বিষাক্ত পৃথিবী
গঙ্গা জল ছড়ায়——
একগুচ্ছ সুখের প্রত্যাশায়—–
শূন্য পথের শেষ যাত্রী
শুধু একা-একা মুক্তি মন্দিরে
স্বার্থপর হতে চেয়ে মনুষ্যত্বের চেতনা
একলা ফেরে আত্মসমর্পণের উষ্ণ
অনুভূতি পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *