গুলজার সাহেবের শায়েরী থেকে ভাবানুবাদ —— শ্রীলেখা মুখার্জ্জী
গুলজার সাহেবের শায়েরী থেকে ভাবানুবাদ
———————————————————
শ্রীলেখা মুখার্জ্জী
(২)
কিছু কিছু স্মৃতি জবরদস্ত হয়
চোখের জল তাকে ঝাপসা করতে পারে না
বুকের খুব কাছে তোলপাড় ক’রে,
মজলিস জমায় বন্ধুবান্ধব
তাদের বুকপকেটে জলপাই রঙের শৈশব
পাশে বসে রুমালে ফুল তোলে… প্রথম ভালোবাসা
কোনো নতুন উজান কি
এদের ভাসাতে পারে—