#প্রান্তিক_মন প্রণতি_ঘোষ

#প্রান্তিক_মন

প্রণতি_ঘোষ
—————-

বিচ্ছিন্ন বিষণ্ণতায় প্রতিচ্ছবি দেখি এক ব্যবধানের,
আকাঙ্ক্ষার চেনা মানুষের ভিড়ে কত না অচেনা জন!
দ্বিতীয় পরিচয় না জেনেই ভীষণ প্রতিষ্ঠার এক সংযোগ,
প্রান্তরে দাঁড়িয়ে থাকা হীন দুর্বলতার এক প্রান্তিক মন।

ম্লান মুখ হারিয়ে যায় নিমেষে বিকেলবেলার হলুদ নদীতে,
তীরে দাঁড়ানো হাজার জিজ্ঞাসা ভুলে যায় অমিত উচ্চারণ।
অনুসৃত আবেগ স্রোতের উৎসাহে থরথর কাঁপে সতত,
চেনা অভ্যাস,চেনা অনুরাগের ভালোবাসা তবুও থাকে উন্মন!!!
——————–//———————
প্রণতি_ঘোষ (৩০/১১/২০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *