অন্য বসন্ত সোমনাথ সরকার (উদয়)

Lively closeup of falling autumn leaves with vibrant backlight from the setting sun
অন্য বসন্ত
সোমনাথ সরকার (উদয়)
পাতাঝরা মুহূর্তগুলো ছুঁয়ে যাক মন
এক এক করে উপড়ে নিক জমে থাকা জঞ্জাল
যত পাপ, হিংসা, অহংকার, অভিমান
রৌদ্রতাপে পোড়াক দূরে কোথাও l
এ এক অন্য বসন্ত
এভাবে নগ্ন হওয়া জরুরি খুব
আমিত্ব নয়, চেনা হয় নিজের পরিচয় l
প্রতিবার এ বসন্তের নিবিড় আহ্বান
এভাবেই গড়ে তোলে জীবনের পবিত্র যাপন l
A New Spring
Somnath Sarkar (Uday)
Let the falling leaves touch my heart
And remove all the mess slowly from my mind
Let all the sins, arrogance, ego be burnt by the sun
At a distant anywhere.
A new spring has come alive
Open up freely your soul and mind
And discover the true identity and not the pride.
An intimate summon to this spring every year
Make the life a soulful spending.