লিপিকা @ পাপিয়া চ্যাটার্জি।
লিপিকা
@ পাপিয়া চ্যাটার্জি।
#####
বিরহের সেই রাতের আকাশ, দৃষ্টি এড়ানো লিপিকা।
লেখা অনুমেয়, চুপকথা ঝাঁপি নীলে মিশে কুজ্ঝটিকা।
অতীতের ভুল মনে
ধোঁয়া শুধু এক কোণের
ছাই চাপা দিয়ে ভরেছে ক্ষত ভেতরের
ন্যুব্জ বিহ্বলতার গন্ডি শেকড়ের।
উঠোনের ঘেঁষা বিরহী বকুলে, সৃষ্টি জড়ানো সুবাসে
মন সুরভিত, মরীচিকা মোছে ভোর ফোটে অট্টহাসে।
পিপাসার জল চোখে
তবু চিত অভিমুখের
মেনে নিয়ে পথ চলেছে ধীরে বিফলের
তুচ্ছ অঙ্গীকারের ফন্দি শেকলের।
বাড়ানোর হাত সাহসী করেছে, দীপ্তি ছুঁয়েছে হৃদয়ে
আশা চিরসাথী, ভাবনার ঘরে ছিল জেগে সুপ্ত-লয়ে।
হারানোর ক্ষণ ভুলে
সুখ যেন অনুকূলের
খোলা ডানা মেপে ওড়েনি রুচি বিকাশের
সদ্য দীপ্তমুখের সন্ধি আকাশের।