ভয়
বিবেকানন্দ মণ্ডল
নির্ঘুম রাতের ডালে বসে প্যাঁচা
খুঁটে খুঁটে খায় মাথার ঘিলু ।
মনের ঘরে কেবলই ইঁদুর ছোটাছুটি ।
গাছেরা অসহায় দর্শক সব ।
লাটসাহেব চাঁদ ছাদের ওপর পা তুলে বসে মজা দেখছে !
ঠোঁটে নবান্নের গন্ধ , আর
এই ইঁদুর শরীরটাকে আমি বলো কোন গর্তে লুকাই ?