শিরোনাম:প্রশ্ন শুভা গাঙ্গুলী
শিরোনাম:প্রশ্ন
শুভা গাঙ্গুলী
হে প্রেয়সী তুমি যুগ যুগ ধরে
নিজের ভাবনা ভুলে,
কর্তব্য কে তুলে
আপামর জনে সুখী করিবার মহতের ব্রতে ব্রতী রহিবার
ডাকে,
ফিরায়েছো তুমি তাকে,
তারা চলে গেছে নিজ নিজ বাসে,
তৃপ্ত জীবন রথে
তুমি পড়ে আছো পথে,
তারা লোভাতুর নির্মম তারা
তবুও ক্ষমার ডালি
তাদের স্বার্থোন্মত্ত জীবন সাজাতে
নিজেকে দিয়েছো বলি
আজ প্রিয়জন ত্যাগিছে তোমায়,
রুদ্ধ করেছে দ্বার
নিজের স্বার্থে অযুহাত আনে,রক্ষণশীলতার
এসেছিলো সুখ দ্বারেতে তোমার ‘,মোহনের’ রূপ ধরি
লজ্জায় তুমি ফিরিয়েছ তারে,হৃদয়ে পাথর ভরি,
ঈশ্বর তিনি কত শতবার দিয়েছেন সংকেত,
ভাবো বার বার ধরো হাত তার,বদলাও অভিপ্রেত ,
কণ্ঠ তোমার রুদ্ধ ,জননী করেছেন প্রত্যাখ্যান ,
ফিরিয়েছে মুখ আপনার জন,দু:সহ অপমান,
নেমে এসো পথে, আজো সে দাঁডিয়ে অসীম ভালোবাসায়,
হে রমণী তুমি ভেবে দেখেছো কি এরা,ক্ষমার যোগ্য নয়?