নাম বিভ্রাট —– মীনা দে
নাম বিভ্রাট
মীনা দে
কলকাতা ছিল নিয়ে সুতানটি গোবিন্দপুর
যাদবেরা কোনদিন ছিল না যাদবপুর।
হাতি নেই একটাও তবু নাম হাতি বাগান।
জোড়ায় কে বেঁধেছে জোট নাম কেন
জোড়াবাগান!
তারা মা তারাপীঠে তবু নাম তারাতলা
নিম গাছ নেই তবু নামেতেই নিমতলা।
বালি নেই একটুও নাম তবু বালিগঞ্জ
তার ভাই যে, সে, রাশভারি টালিগঞ্জ ।
ধর্মের কল নড়ে বাতাসেতে, ধর্মতলাতে
বুড়োশিব বসে থাকে, বুড়োশিবতলাতে
কোন বোস কোন পুকুর আছে বোসপুকুরে!!
পুকুর আর ঠাকুরের দেখা পেলে জানিও, ঠাকুর পুকুরে।
চিৎ হয়ে শোয় না কেউ, নাম তবু চিৎপুর
জানো যদি বলো দেখি কি করে মোমিনপুর।
বিখ্যাত বাজার বুঝি আছে! রাধা বাজারে
শ্যাম নাই কুল নাই, নেতাজীর স্ট্যচু শুধু আছে শ্যাম বাজারে।
মা কালীর থান বলে হলো নয় কালীঘাট
ইতিহাসে পেলাম না কেন যে মাঝেরহাট!
নামে কিবা এসে যায় আছে শুধু কেতা
তাই বুঝি নাম তার হলো কোলকেতা।