একটা গাছের গল্প ( সভ্যতা ) গীতশ্রী সিনহা / ছড়া

একটা গাছের গল্প ( সভ্যতা )

গীতশ্রী সিনহা / ছড়া

গাছের ডালে একটা ফল
ঠুকরে খায় পাখির দল
কোকিল-টিয়া-কাক-শালিক
একটা ফলের সবাই মালিক
গাছের মালিক চারটে ভাই ,
গাছের নিচে জোর লডাই ,
কেউ চায় ডাল, কেউবা মূল
বখরা নিয়ে হুলুস্থুল…
ভোজন ছেড়ে পক্ষীকূল
কান্ড দেখে হেসে আকুল …
এদের কতো অহংকার
জন্ম দিয়ে সভ্যতার !
সভ্য মানুষ, মানুষজন
যুদ্ধ করে সারাক্ষণ !
খাওয়া শেষে অনুষ্ঠান
বৃন্দ-শিষে শপথ গান –
আমরা টিয়া-বক-চড়াই
পাখি হয়েই বাঁচতে চাই !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *