সম্পাদকের কলমে কিছু কথা — গীতশ্রী সিনহা, সম্পাদক বিনোদন বিভাগ

সম্পাদকীয়

প্রকান্ড একটি প্রশ্নবোধক চিহ্ন ইঙ্গিত করে চলেছে বর্তমান সময়ের কাছে। অতি সতর্ক থাকতে থাকতেও আক্রান্ত হচ্ছে কতো কতো মানুষ, বাঁধ টপকে যাচ্ছে সমাজিক সুস্থ চিত্র! এক অস্থিরতার পরিকাঠামো ক্ষয়িত হয়ে চলেছে যাপিত বাস্তবতাকে। দীপাবলির আলোকে ফিরে আসুক আলোকিত বাতাবরণ।
শিক্ষা মানুষকে আর কিছু না হোক সর্বাগ্রে সচেতন করে নিজস্ব সত্তাকে। সত্তার বিলীনতা রোধে সে প্রহরীর ভূমিকা পালন করে, ফলে শিক্ষা প্রবাহ বিস্তার করে আর তার সংকট থেকে উওরণের উপায়ও বাতলে দেয়। তবে কি আমরা অন্তঃসারহীন জাতিতে পরিণত হয়েছি? অজ্ঞানের দাসত্বে নিজেদের কে সপে দিয়েছি ? আত্মক্ষয়, আত্ম ধ্বংসে প্রত্যহ প্রবলতর হচ্ছি, সার্বিক সঞ্চালনের মূলে?
এখন জাতি পরাধীন নয়, অন্য কোনো জাতি দ্বারা শাসিত, শোষিত এবং নির্যাতিত নয়। স্বাধীনতার মতো একটি বৃহত্তর বিষয়ের রথে ঘূর্ণিত হতে হতে তাকে সময়ের অবস্থানগত কারণেই পরিবর্তনের পথ খুঁজে নিতে হবে। নিজের যাবতীয় স্বকীয়তা, সৌন্দর্য, গুণাগুণ, স্বভাব ও বৈশিষ্টের পরিচর্চা করতে হবে, নতুবা স্বাধীনতার মতো মূল্যবান বস্তুটি তার ঔজ্জ্বল্য হারাবে। মোদ্দাকথা আমাদের স্বকীয়তার প্রয়োজন। তবেই আমাদের সংস্কৃতি শিক্ষা সাহিত্য অর্থনীতির পথ নিজস্ব স্রোতে প্রবাহিত হতে পারবে।
সবকাল থেকে বিশেষ বিশেষ পর্ব, অধ্যায় বা অংশকে ছেকে ছেকে তুলে নেয় সংস্কৃতি। তাই বুঝি বলা হয় সংস্কৃতি সর্বকালের প্রতিনিধি। এক্ষেত্রে গ্রহণযোগ্যতা, সম্মতি সংস্কৃতির সমগ্র অবয়ব প্রভাবিত বা ঋদ্ধ করে তোলে। সুতরাং সংস্কৃতি একটি চলমান প্রতিক্রিয়ার অধীন। যা কোনো স্থিতি, পূর্ণতা, পরিমাপের দ্বারস্থ হয় না।
একটা কথা না বলে পাচ্ছি না, কেনইবা তোমাদের সাথে শেয়ার করবো না ! তোমরা যে আমার প্রিয়জন! কিছু নিম্ন মানসিকতার মানুষ তাদের লেখা প্রকাশিত না করলে ওপেন ভাবে অশ্লীল আচরণ প্রদর্শন করছে, সেখানে কারও কারও মদত আছে… সবাই তো মিত্র হতে পারে না? এবং এমন আচরণের মানুষ কোনোদিনই কারো মিত্র হতে পারে না, স্বার্থের জন্য মেলামেশা, আমার একান্ত অনুরোধ নিশ্চয়ই আমরা চাইবো বিনোদন বিভাগ উচ্চমান এবং সাফল্যের দুয়ারে অধিষ্ঠান করুক। বিভিন্ন স্বাদের লেখা পাচ্ছি, জানি আগামীতেও পাবো।
আগামী সংখ্যায় শুধু মাত্র শিশুদের নিয়ে কিছু করার প্রস্তুতি চলছে, জমজমাট একটা সংখ্যা পাবো কচিকাঁচা দের নিয়ে।
যারা ক্রমশ প্রকাশিত করছো, সবার খুবই বলিষ্ঠ কলম, অনুরোধ রাখলাম যদি সম্ভব হয় এরপর অনুবাদ নিয়ে কাজ করবো আমরা, জানি তোমরা দক্ষ, তোমরা পারবে।
শুভ দিপাবলী অনেক শুভেচ্ছা শুভকামনা, আলোকিত হোক নতুনভাবে আমাদের নতুন প্রত্যয়। আগামীতে অনেক মজার ব্যাপার নিয়ে হাজির হবো তোমাদের বিনোদন নিয়ে। আজ এই পর্যন্ত।
গীতশ্রী সিনহা, সম্পাদক বিনোদন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *