বাসর রাত —– তুলি মুখার্জি চক্রবর্তী
বাসর রাত
তুলি মুখার্জি চক্রবর্তী
মনের ঘরে তুমি এলে সাগর বুকে জলোচ্ছ্বাস
শুক্তি ঢাকা মুক্তো মুঠোয়, উঠলো জ্বলে ফসফরাস
ঢেউয়ের দোলে ভাসছে শরীর উথাল পাথাল নীলার্ণব
গোলাপী আভায় অম্বরে সাজ, প্রেমাস্পদই আজকে সব
রূপটানেতে রূপোর জ্যোতি, অর্ঘ্য থালি ভরাট কায়
যুগ্ম খেলায় উপরনীচে, হার বা জিৎ বোঝাই দায়
চাঁদের টানে যেমন জোয়ার, চাঁদমালাতে সমর্পণ
ঢললে রাত ডুবলে চাঁদ ক্লান্ত হয়েই বিসর্জন
চৌখুপি ঘর ভুল চালেতে দিনের আলোর কিস্তি মাত্
তিনখোপেতে সুখের আসর, মত্ততায় বাসর রাত।।