তমসার তীরে শ্যাম ও রাধা গীতশ্রী সিনহা
তমসার তীরে শ্যাম ও রাধা
গীতশ্রী সিনহা
তোমার চোখের কিছু দেবনাগরী ভাষা
আমার রুমালের ভাঁজে সংরক্ষিত
“রাধা” বলে ডাকলে তুমি খুশি হও…
আমাকে বলো “শ্যাম”, সোহাগিনী রাধা তুমি,
আহা! জন্মে দেখি বাঁশবন, শালুক জলে ভাসে,
ভাসে শ্রী রাধার কাঁখের কলসি…
যৌবনে তোমাকে নিবেদন করি পদাবলী
তখন তোমার চোখে আঁতিপাঁতি জল,
মরণ ঘনায় যেন তিলে তিলে !
জীবন সান্নিধ্যে অপরূপ ঘ্রাণ
অজান্তে লিখে রাখে জয়ের সন্ধান!
শব্দ আর অলংকারের শ্রেষ্ঠ প্রতীক
মীনচিহ্নিত দেহে জ্যোৎস্নার কোলাহল।