কথোপকথন–১ ©পিউলি মিত্র
কথোপকথন–১
©পিউলি মিত্র
—-ওইইইইই
—-বল…
—-কোথায় তুই?
—-এই তো। দেখতে পাচ্ছিস না?
—-পাচ্ছি তো। তাও ডাকতে ইচ্ছে হয় যে…
—-উফ্ ।তুই না!
—-তোর ঐ মায়া মায়া চোখদুটো বড্ড টানে রে।
—-তবে দেখিস না। চোখ বন্ধ করে নে।
—-চোখ বুঝলে যে আরো স্পষ্ট তুই। আমার ভাবনায়, চিন্তায়, গানের সুরে, তুলির টানে শুধুই তো তুই।
—-ধূর! তুই না একটা পাগল।
—-হ্যাঁ রে। মিথ্যে বলিনি। তুই তো সেই চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি…. যে আমার বেহিসাবি মনটাকে ভালোবেসেছিস।
—তাহলে কেন আসিস না আমার সামনে?
—ভয়ে
—ভয়? কিন্তু কিসের?
—যদি তোকে হারিয়ে ফেলি। আর কোনদিন দেখতে না পাই। আমি যাকেই ভালোবেসে ছুঁয়েছি, তাকেই হারিয়ে ফেলেছি যে। তোকে আমি হারাতে চাই না হেম। তাই তো তোর সামনে যাই না। দূর থেকেই তোকে…………..
তুই আমার মাঝেই ভালোবাসার পরশ হয়ে থেকে যাস ‘হেম’।