যোগ —- বানী দেব

যোগ / বানী দেব
————————-
ছোট বেলায় খেলতে যেতাম পাশের ফ্ল্যাটে। দুই বন্ধুর সাথে খেলায় মেতে থাকলেও একটা জিনিস নজরে পড়তো, কাকু আর কাকিমা তাদের ইষ্টদেবতার সামনে ধ্যানের মুদ্রায় বসে আছেন। কৌতুহলী মন পড়ে থাকত ঐদিকেই। তখন বুঝতাম না ধ্যান বিষয়টা কি? ঠাকুর দেখা, নতুন জামা, প্রসাদ, হুজুগে অঞ্জলি, এসবই ছিল সে সময় শিশু মনের পূজা।

আমাদের বাড়িতে নানাধরণের বই আসতো লাইব্রেরি থেকে। ধর্মের বইও আনা হতো। বাড়িতেও এধরনের বই ছিলো, যার মালিক ছিলো মা। মা তাদের খুব যত্ন আত্তি করে ট্রাঙ্কে ভরে রাখতো, ধরা বারন ছিলো। দুপুরে মা ঘুমুলে আমার স্বাধীনতা। ট্রাঙ্ক খুলে লুকিয়ে সেসব বই পড়ে ফেলতাম। ধীরে ধীরে বুঝতে পারলাম বেদ, উপনিষদ ঈশ্বর সম্বন্ধে সহজভাবে কিছু ধারণা দিতে পারে নি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুন কে যে উপদেশ দিয়েছেন তাতে তিনি অনেক সরলভাবে ঈশ্বরের কথা বললেন।
কিন্তু সাধারণ মানুষ গীতাকে সেভাবে পড়ে না, বোঝার চেষ্টা করে না।গীতাকে পূজা করতে ভালোবাসে।
“Where did the universe come from? Will it come to an end, and if so how?”
– Stefen Hawking.

( ক্রমশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *