কবিতা : সন্ত্রাস _ কলমে : রাজ দত্তগুপ্ত
কবিতা : সন্ত্রাস
সন্ত্রাস, শুধু সন্ত্রাস
চারিদিকে শুধু মৃত্যুর কালো ধোঁয়া
তোমার পিছনে যাদের বসবাস
তাদের যায় না কখনো ছোঁয়া।
তুমি তোমাকে সাজিয়েছ কত যত্নে
তাজের ব্যাঙ্কোয়েটে আজ বিশাল পার্টি
চেনোনা যাদের, তারা তোমাকে চেনে
মক্ষী তুমি, নাক উঁচু পরিপাটি।
তবু সন্ত্রাস চারিদিকে ছড়ায় ধোঁয়া
বেকারিতে শুধু চাপা গুঞ্জন ফিসফাস
লাল কার্পেটে কেউ মাঙ্গছে দোয়া
কে জানে, পিছনে তারই শেষ নিঃশ্বাস।
ঘর্মাক্ত পাঞ্জাবিতে কবি তুমি একাদেমিতে
ছেঁড়া চটিটা রাস্তার ধুলো চটকায়
কেউ আসেনি তোমাকে আপ্যায়ন দিতে
শ্রোতাও নেই তোমার প্রতিবাদী কবিতায়।
এতো যন্ত্রণা, এর শেষ নেই কোনোদিন
ব্যাঙ্কোয়েট মেতেছে হুল্লোরে সারা রাত
নেশার ধোঁয়া তোমাকে করেনি মলিন
কাব্যে তুমি সন্ত্রাসকে করোনি কুপোকাত।
আসলে তোমার অনেক আকাঙ্খা
তোমার গা ঘেসে পড়ে শত জলন্ত দেহ
তোমার রাস্তা মোলায়েম হাইহিলে ঢাকা
প্রতিবাদ কই, পদপৃষ্ঠে দলিত হচ্ছে স্নেহ।
__ কলমে : রাজ দত্তগুপ্ত