“পূজো মানেতো” —- নীরা
“পূজো মানেতো”
পূজো মানে তো ভালো থাকা
পূজো মানে তো কাছে পাওয়া.,
পূজো মানে তো দেদার অাড্ডা
পূজো মানে তো খাওয়া দাওয়া,
পূজো মানে তো ঘরে ফেরা
পূজো মানে তো শিউলি, পদ্ম
শালুক গন্ধ, অারতি হোম,
খিচুড়ি ভোগ
পূজো মানে তো প্যান্ডেল হপিং
কখনো গাড়ি, কখনো হাঁটি…
পূজো মানে তো ভালো থাকা
নানান রং এর সাজের মেলা.,
পূজো মানে তো অামরা সবাই
পূজো মানেতো পৃথিবীর সুস্থতাই
এবার পূজোয় সবই অাছে
মনে মনে অার মোবাইল ফোনে..
তাইতো পূজোয় চাই নিরাময়
পূজো মানেই তো নিশ্চিন্ত অাশ্রয়….
(কলমে–নীরা)