নিঃসঙ্গতা — শিখা গুহ রায়
নিঃসঙ্গতা
শিখা গুহ রায়
তোমার নিঃসঙ্গতা
আমার চেয়ে ভালো কে জানে
আমি জানি তোমার ক্ষুব্ধ দৃষ্টির ইতিহাস!
মেঘ সরে যাচ্ছে ধীরে ধীরে
আলো স্রোত বইছে
পৃথিবীর সকল গাছ উঁকিঝুঁকি দিচ্ছে
পাখিরা নীরব দহনে পুড়ছে
শুধু বলছে, বৃষ্টিই বুঝি ভালো ছিল,
ভালো ছিল মেঘ!
ফুটপাতে বাসা বাঁধা মানুষ গুলোর মতো
মরা গাছে সহবাস
পাখিরা কেবল আকাশটা কালো দেখে
অনিশ্চয়তায় পুড়েছে সম্পূর্ণ রাত!
এমন বর্ষা দেখে ভালোলাগে খুব
নিজেকে ভাসিয়ে দেওয়া শ্রোতের মত
বুনো ঘাস গুলো রোদে পুড়ে
নিজের সমস্ত বোধ দহনে—-!
যেনো আজ
এবং এখনই বলতে ইচ্ছে হয়
তোমাকেই ভালবাসি
চলো এবার দু’জনেই পুড়ে মরি
পিচ আর পাথরের সাথে মিলেমিসে…