গনেশ জননী —— ঝুমা মজুমদার চৌধুরী
গনেশ জননী
ঝুমা মজুমদার চৌধুরী
দিনভর মাটি কোপায়
খাজুরাহো শরীরে নড়ে চড়ে ওঠে
জরায়ুর ভ্রুণ…
পেটের ছা আরও দুটো ,
আদুল গায়ে মাটি মাখে l
ঘাম ঝরা কোদালের কোপ, মাথা খুঁড়ে মরে অসম্ভব
ওৎ পেতে থাকে মাতাল মরদ
ঠেসে ধরে কেড়ে নেয় , সারাদিনের শ্রম l
আগুন ঝরা চোখ ভিজে যায়, ঘরে
অভুক্ত শোক…
অন্ধকারে ঝিঁ ঝিঁ
উনোনের চারপাশে বুভুক্ষু শিশু….
টেমির আলোয় অবশিষ্ট এক মুঠো চাল
হাড়িতে ফেলে উদ্ভাসিতা গণেশ জননী…