জাগো মা জাগো ————- দেবযানী সেন (কবিতা কবিতা)
জাগো মা জাগো
দেবযানী সেন (কবিতা কবিতা)
ভেঙে দিয়ে ভাবনার যত প্রাচীর
কাস্তে চালা , জীবন বাঁচাতে তোর।
সমাজ দেবে না মূল্য তো রক্তের
বিচার চাইতে ফিরবি কি দোর দোর !!!
লাঙল তুলে বসিয়ে দে না ফলা,
তোর শরীরের তুই যে রক্ষক।
বেনো জলে ডুবছে যে সারা দেশ
বিশ্বাসীরাই আসলে ভক্ষক।
চালা ছুরি; সম্মান টা তো আগে
আদি শক্তির উৎস হতে দাগো
হাত জোড় করে তারপর বলবি
এবার তুমি জাগো মা জাগো।।
____ _____