সম্পাদকের কলমে কিছু কথা —- গীতশ্রী সিনহা

সম্পাদকীয়

মানসিক ক্লান্তি গ্রাস করছে মানুষকে। অতি সতর্ক থাকতে থাকতে সচেতনতার বাঁধ টপকে যাচ্ছে বলে মনে হচ্ছে সামাজিক চিত্র দেখে ! ফলাফল জেনেও মানুষ অবুঝ ! জ্ঞান চক্ষু খুলবে উৎসব শেষে… অতি মহামারি।
দোরগোড়ায় শারদীয়া দুর্গাপূজা… উৎসবে মাতোয়ারা, প্রস্তুতি চলছে দোকানে দোকানে, পাড়ায় পাড়ায় প্যান্ডেলের ইশারা। বিষে বিষে জর্জরিত এই বিশেও শরীর – মনে অপার ফূর্তির ঢেউ ! পথেঘাটে বিস্ময় … অবিবেচক মানুষের ভীড় ! বিভিন্ন ধরনের মানুষ মাস্ক ছাড়া ফুটপাতে চায়ের দোকানে – ফাস্ট ফুডের দোকানে গা ঘেঁষে ভীড় করে গোগ্রাসে গিলে চলেছে, যেন বাড়ির হোটেলে তালা ঝুলছে ! এরা সব কোন গ্রহের জীব ?
প্রতিবছরের মতো পুজো হবে… সব হবে… হবেনা শুধু সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক – স্যানিটাইজার ব্যবহার করা। এর ফলাফল সকলের জানা।
নাকি হাতরাসে যেমন ধর্ষণ হয়নি … তেমনি করোনা নামক ভাইরাসের অস্তিত্ব নেই !!!!! শিউরে উঠছে মুষ্টিমেয় কতিপয়শ্রেণী ! কথায় কথা আসে… সব বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে ! সার কথা, ” প্রাণ খুলে উৎসবে গা ভাসিয়ে দাওয়ার আহ্বান “… চমৎকার !!!
বেশ কিছু প্রতিবেদন নিয়মিত পড়ে এক অনাস্বাদিত বীভৎসতার ভয় পাচ্ছি প্রতিনিয়ত ! মৃত চিকিৎসক, স্বাস্থ্যসেবক এবং তাঁদের বাড়ির মানুষের পূর্ণাঙ্গ তালিকা যথাযথ ভাবে পাচ্ছি না আমরা, পাওয়ার আশাও রাখিনা।
আসুন, এবছর ব্যতিক্রমী পুজো কাটাই। চাইনা মন্ডপের পুজো, শত-শত চিকিৎসা কর্মী, সমাজসেবী সাধারণ মানুষের সমর্থনে দৃঢ় প্রতিজ্ঞ হই। তাঁদের মৃত্যুকে সন্মান প্রদর্শন করি। হোক এ বছর ভার্চুয়াল পুজো … ভার্চুয়াল শ্রাদ্ধ ক্রিয়া করতে আমরা অভ্যস্থ হয়েছি… প্রিয়জনদের স্পর্শ তো দূরের কথা… শেষ বিদায় জানানোর মতো হৃদয় বিদারক ঘটনা, তাও আমরা মেনে নিতে শিখেছি। অথচ পুজোর আনন্দ ঘরে বসে নিতে পারবো না সুস্থ মনে, সুস্থ শরীরে ?
একান্তভাবে অনুরোধ রাখলাম, আগামী উৎসবমুখর দিনগুলো ভালো কাটান, আনন্দ, আমোদ, বেড়াবার উৎসাহ উত্তেজনার সঙ্গে একটু ভয়ও না হয় পান সকলে।
এই সখ্যায় সাহিত্য কেন্দ্রিক কথা হলো না, আগামীর জন্য গুছিয়ে রাখলাম।
শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা নিয়ে সাথে থাকলাম, সাথে থাকার অনুরোধ রাখলাম।
গীতশ্রী সিনহা, সম্পাদক বিনোদন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *