#শরণাগত @ পাপিয়া চ্যাটার্জি।
#কবিতা:
~~
#শরণাগত
@ পাপিয়া চ্যাটার্জি।
~~~
বোধের উষ্ণতায় সেঁকে নেওয়া বিবেক, প্রশস্ত করে যাপনের পথ
আর শেকল ছেঁড়া ভাবনারা আলাদা করে; অচেনা গলির বসবাসকে।
হোঁচট খাওয়া মুহূর্তরা যখন আটকে পড়ে অনুশোচনার ভাঁজে,
এলোমেলো ভুলগুলো তখন ব্যস্ত থাকে পরিবর্তনের পাঠাশালায়।
সময়ের চক্রে সাময়িক বাঁচে তৃপ্তির উপলব্ধি;
কিন্তু লড়াইয়ের ময়দানে চলতে থাকে বাধা বিপত্তির খেলা অনবরত, মুখ থুবড়ে পড়ে যাপনের দিনলিপি…
সংশোধনের আগুনে পুড়তে পুড়তে অবশেষে ক্লান্ত শরীর খুঁজে চলে চন্দন স্পর্শ।
বন্ধ পাতায় ভেজা হিম ছিঁড়তে চায় মায়ার পর্দাকে।
নিঃশেষ করা ভেতরের অস্থিরতায় জাগ্রত হয় শরণাগত মনোভাব।
শান্তির ক্ষিধে মনকে এগিয়ে নিয়ে চলে সাধনার পথে।
জীবন বোঝে, গোটা বিশ্বকে ধারণ করে আছে যে অসীম শক্তি ;
একমাত্র সেখানেই আছে সকল শান্তির অমৃতধারা।
তাঁকে পেতে গেলে “আমি”কে ডোবাতে হবে “আমিত্বের” অতলে….
ভাসতে হবে “তুমি” আর “তুমিময়” হয়ে বন্ধ চোখের গভীরে…
একমাত্র অনুভবেই তাঁকে ছোঁয়া যায়, ব্যক্ত করার সাধ্য নেই কোনো শব্দের…
কৃপার সঠিক আধার হলে তবেই শক্তির সঞ্চালন হয় মনের অলিগলিতে।
ঝাপসা অনুভবের প্রতিচ্ছবি তখন কঠিন পথকে করে সরল।
বেঁচে ওঠে আবার যাপনের শিরদাঁড়া।
@ পাপিয়া চ্যাটার্জি।