পরিযায়ী_খিদে ——– তুলি চক্রবর্তী
#পরিযায়ী_খিদে
তুলি চক্রবর্তী
——————
খিদের চোটে কেঁদে কেঁদে নেতিয়ে গেছে নিতাইয়ের একরত্তি মেয়েটা। পকেটে কিছু টাকা থাকলেও খাবার কিনবে কোথায়?? অজানা ভাইরাসের আতংকে দেশ বন্ধের ফরমান জারি করেছে সরকার। দোকান, বাজার, ট্রেন, বাস সব বন্ধ। কাজের জায়গাও বন্ধ। দেশের অন্য রাজ্যে গিয়ে নাম পেয়েছে ‘পরিযায়ী শ্রমিক’।
কাজ হারিয়ে বাড়ি ফিরছে ওরা পায়ে হেঁটে দলে দলে। পিঠে কোলে বুড়ো মা বাবা বা বাচ্চা। আর পেট ভর্তি তুমুল খিদে। খাবার কৈ??
হঠাৎ দ্যাখে রাস্তায় এক জায়গায় তাঁবু খাটিয়ে তাদের মতোই পরিযায়ী শ্রমিকদের খাওয়ানো হচ্ছে গরম ভাত!!
জোরে শ্বাস টানলো নিতাই, গরম ভাতের গন্ধ ছড়িয়ে পড়লো শরীরে। মেয়ের জন্য এক মুঠো গরম ভাত!!…. আশা সত্যি হল।