মাহেন্দ্রক্ষণ ———————- ঋদ্ধি ঘোষ
মাহেন্দ্রক্ষণ
—————————-
—// ঋদ্ধি ঘোষ
ধর্মাবতার,
প্রমাণ বলতে আজ আর কিছুই নেই
শুধু বলতে পারি, রাত বাড়লে বাদুড়ের সংসারেও ঝুলে থাকে বৈষম্যের বিদ্রুপ
নদীটাও মীনশরীরের আঁশ খুলে, ভরদুপুরে একা হেঁটে যায় বাজ পড়া নারকেল গাছের গোড়ায়।
ধর্মাবতার,
সাফল্যের শীর্ষবিন্দুতে পৌঁছানোর জন্য, কোনও পানসিই এখনও ভাসাইনি
তবু জানতে চাই কালভৈরবের রথের চাকায় ক’খানা নদীর মৃত্যু হয়েছে
ক’খানা নদী এখনও শবদেহের পাশে শুয়ে আছে মাটির পুতুল হ’য়ে..?
ধর্মাবতার,
আমার কোলভর্তি গর্ভজাত অক্ষর কিন্তু কোনও কবিতা লেখার সাধ্য নেই আজ আর
জীবন-বৃত্তান্তের যজ্ঞাগ্নি শেষে যে গিঁট খুলে গেছে, সে মাটিতেই বারবার হলকর্ষণ !
অথচ আপনাদের সবারই জানা ছিল, এখানে নেই কোনও মহার্ঘ্য সম্পদ
আমার পেট থেকে খসে পড়ছে আগুন
বুক বেয়ে আত্মধিক্কার…
ধর্মাবতার,
এমন একটা মাহেন্দ্রক্ষণে একান্ত উপবাস ভুলে যান
মনে রাখবেন আক্ষেপবশত শেষবেলায় যখন দরজাটা খুলবেন, তখন দোড়গোড়ায় মাছির ভনভন…
পড়ে থাকবে আরেকটা অপমৃত্যু !