দুঃসময় ——– ঝুমা মজুমদার চৌধুরী
দুঃসময়
ঝুমা মজুমদার চৌধুরী
কুরুক্ষেত্র যুদ্ধ পূর্ব নির্ধারিত l
কেশব,ধর্মস্থাপনার জন্যই তো মহাভারত রচিত !
আজ তারা খসা রাতে অন্ধ আলোয়
নির্লিপ্ত নক্ষত্র ভবিতব্য লিখে যায় l
মধ্যরাতে নিয়ন আলোয় পুড়ছে কান্না
ফসল ক্ষেতে মৃত্যু আরন্ধ্রে মৃত্যু বন্যা l
পুঞ্জীভূত পাপের প্রবাহ জীবন ধারায়
অহংকারের চূড়োয় বসে কী পেয়েছো সময় !
কালের গর্তে ঢেলে দিই দূষিত মজ্জা, রক্ত
বৃথা আর সব, চিত্ত হোক সমাহিত l
এ দুঃসময় কি তবে পৃথিবী হবে ধন্য
কেশব, কুরুক্ষেত্র মৃত্যু কি শুধু” গীতার “জন্য !