ছিঃ ! থুঃ ! ————— অঙ্কুর রায়
ছিঃ ! থুঃ !
—————
অঙ্কুর রায়
ছিঃ !
এর সাথে আর
মিলতে পারে কী ?
মাত্রাছাড়া ছি এর সাথে
কোন মাত্রাবৃত্তে ,
অন্তমিলের খেলবো খেলা
অপ্রসন্ন চিত্তে ?
থুঃ !
এই হল মিল ? ফুঃ !
ছি এর সাথে থু মেলাবোই
স্বরবৃত্তে স্বরে ,
নারীমেধের যজ্ঞ আগুন
জ্বলছে বাইরে ঘরে ।
রামরাজ্যে নিয়তি সীতার
আগুন কিংবা কবরে ,
যৌবন আর জীবন আহুতি
রোজনামচার খবরে ।
থু এর সাথে ছি ছাড়া তাই
আর কোন নেই ছন্দ ,
যুগ বদলায় , নাকে থেকে যায়
নারীপোড়ার গন্ধ !