।।।।।। ভয়।।।।।।। সঞ্জয় গুহ ঠাকুরতা
।।।।।। ভয়।।।।।।।
সঞ্জয় গুহ ঠাকুরতা
———————
এই তো সন্ধ্যা দুজনে হাফ করে এগরোল খাচ্ছি,
আপনি নিশ্চয়ই বিরিয়ানি চেখে দেখছেন কিম্বা অফিস ফেরত চা এর চর্চায় ধর্ষণ কি বা কেন দোষ গুণ বিচারের মোড়লের ভুমিকায়।
সে আপনি যা ইচ্ছে তাই করুন গনতন্ত্রর নামাবলী অন্তত শরীরে আছে,
তবে গঞ্জিকা সেবন করবেন না,এটা ধর্ষণ এর থেকেও বেশি অপরাধ!
তাও যদি আবার সেলিব্রিটি হয়..বাজার বাজার। মন্ত্রী পুলিশ পেয়াদা মিডিয়া সব এক জায়গায়,
ছুটছে আর খাওয়াচ্ছে।
আমরা দিব্য খাচ্ছি কখন শুক্ত দিয়ে বা কচিপাঠা।
মৃত্যু তো স্বাভাবিক, ধর্ষন নিত্যকার এলেবেলে ঘটনা, এ আর তেমন কি?
আমরা খাই ঘুমাই স্বপ্ন দেখি, আড়মোড়া কাটি
প্রয়োজনের মোমবাতি জোগাড় করি।
কিন্তু আজ মেয়ে বলছে, সল্টলেক কলেজ মোড়ে চাকরি পেয়েছে..রাত হবে ফিরতে,
সব গুলিয়ে যাচ্ছে রত্নাকর আর বাল্মিকীর ইতিহাসে।
-++++++++++++++++++++++++++++++
.