কাঁদছে কোরান কাঁদছে গীতা ———— বানী দেব
কাঁদছে কোরান কাঁদছে গীতা
—————————————-
বানী দেব
—————————————-
মানুষের আজ হলোটা কি?
ভালোবাসার বেইজ্জতি!
সরল চোখের বিশ্বাসে
মিশালি বিষ নিশ্বাসে?
মন্দিরে তোর উপাসনা
বাস করে দেখ সব হায়না
কাঁদছে কোরান, কাঁদছে গীতা
কাঁদছে আসিফা, কাঁদছে সীতা
শিশুর মাঝে দেবতা রাজে
দেবতার খুন তোর কি সাজে?
কাকে করিস অসম্মান?
হৃদয়ে সে বিরাজমান
এই আদালত সবার আগে
চাবুক খেয়ে ভিক্ষা মাগে
আর দূরে নয় জাগছে কেউ
জনসমুদ্রে প্রবল ঢেউ।