#প্রশ্ন @ পাপিয়া চ্যাটার্জি।
#কবিতা :
~~
#প্রশ্ন
@ পাপিয়া চ্যাটার্জি।
~
মহীয়সী তুমি তিলে তিলে তাই নিঃশেষ মনেপ্রাণে
নিদারুণ অভিমানে….
যারা ভুলে গেল, চলে গেল দূরে, বলে গেল ভালোবাসো….
যন্ত্রণা বুকে উচ্ছ্বাস গিলে হাসো।
অসহায়তার, ব্যর্থ দুচোখ, তবুও আঁকড়ে ধরে
সেঁজুতির আলো জ্বলে নিবু নিবু ভেতর জঠর পোড়ে।
সাধিকা যে তুমি পারো নি বুঝতে রাত্রির খেলাঘরে
ইচ্ছেগুলো যে মরে।
বারেবারে নারী…. পূজিত হয়েও, অবহেলা অনাহারে
আরতির শিখা বিষাদের পারাপারে।
বৃষ্টি ধুয়েছে চোখের পালক চিবুকের কোণ ঘিরে
শত আফসোস মরেছে হৃদয়ে নবমীর নিশি ধীরে।
কী যে তুই পেলি বলনা ও মেয়ে, অবেলা যে দিশাহারা
ফণী যেন মণিহারা।
স্তব্ধ হয়েছে বাতাসের শ্বাস নির্বাসনের সুরে
চুপ কি এখোনো থাকবি বিমুখ দূরে…..
এতোদিন যারা নিয়েছে শুধুই, ফেরাবে তারাই আলো,
প্রতিবাদী মন মেলেছে কি ডানা? ঘুচেছে কি যত কালো?