পরাঙ্মুখ
বনানী…
ছেলেটার চোখতারা অক্ষীণ বেদুইন!
ঊষর মরুসাগরে সে উটের জাহাজ
ভরে-
ফেরি করে,
সঞ্চিত খেজুর প্রণয়……….
এদিকে মেয়েটা শ্রবণে শ্রাবণে মেঘের
কারিগর!
নোনা সাগরের বুক থেকে মিঠে জল ছেনে-
মেঘ গড়ে,
যে পথে যায় বৃষ্টি ছড়ায়……..
আচ্ছা ওদের যদি দেখা হয়ে যায়!!!!