অন্য দুর্গা ——- তুলি চক্রবর্তী
অন্য দুর্গা
তুলি চক্রবর্তী
মাটির দুর্গা পূজিত হয়
ভীষণ ভক্তিভরে,
আমার দুর্গা অভুক্ত থাকে
না খেয়ে সে মরে।
আমার দুর্গা গাঁয়ের মেয়ে
এখন ঠিকানা শহর,
অট্টালিকায় বাসন মাজে
ফুটপাথই তার ঘর।
আমার দুর্গা নিরক্ষর তাই
জানায় না কেউ শুভেচ্ছা,
বড় অসহায় আঁধারে সে রয়,
আলোয় আসার ইচ্ছা।
রাতের আঁধারে ভেঙে খান খান
দুর্গার মিছে ঘর,
তীব্র কোলাহলে চাপা পড়ে যায়
দুর্গার আর্তস্বর…..
আমার দুর্গা ভোরের লোকাল
গ্রাম থেকে আসে শহরে,
পেটের জ্বালায় কাজ করে যায়
শহরের বাবু ঘরে।
আমার দুর্গা ইঁট ভাটা আর
কয়লা খনিতে খাটে,
মহিলা শ্রমিক কম মজুরিতে
পুরুষের সাথে আঁটে।
আমার দুর্গা কুমোরটুলিতে
দক্ষ প্রতিমা শিল্পী,
ঘর সংসার সামলাতে তার
এটাই দিনলিপি।
আমার দুর্গা কল কারখানায়
দৈনিক মজদুর,
হার না মানার শর্তে সে আজ
হয়নি তো মজবুর।
আমার দুর্গা মলিন মুখেতে
অপরাজেয় যুক্তি,
উদয়াস্ত পরিশ্রমেও
হারায় না সে শক্তি।
আমার দুর্গা সস্তা দামের
ছাপা শাড়িতে অনন্যা,
না পাওয়ার দুঃখ মনে চাপা
মুখে খুশির বন্যা।।