আখিরাপাড়া বেলাইন ডাকরা এলাকার বন্যা কবলিত মানুষদের পাশে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন
৩০শে সেপ্টেম্বর, বালুরঘাটঃ গত তিনদিনের প্লাবনে ব্যাপক ভাবে প্লাবিত হয়েছিল চকভৃগুর আখিরাপাড়া, বেলাইন, ডাকরা এলাকার বিস্তৃন্ন মানুষ। আর সেই সঙ্গে এইসব বন্যা কবলিত মানুষদের পাশে দাড়িয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জল বাড়তেই তাদের সুরক্ষিত স্থানে স্থানান্তরের পাশাপাশি তাদের পানিয় জল থেকে শুকনো খাবার, রান্না খাবার সহ সব ধরনের ব্যাবস্থা করে জেলা প্রশাসন। নদীপার এনসি হাইস্কুল, আখিরাপাড়া, বেলাইন প্রাইমারি স্কুল, ডাকরা বন্যা আশ্রয় স্থানে এইসব ব্যাবস্থা সরবরাহ করে জেলা প্রশাসন। বালুরঘাট ব্লকের যুুুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারি শুভঙ্কর আচার্য্য বলেন এই সব এলালার মানুষদের পাশে সব সময় প্রশাসন আছে। সব ধরনের সাহায্য করা হয়েছে।
এলাকার বাসিন্দারাও খুসি প্রশাসনের পরিষেবায়, মিলেছে নৌকা থেকে খাদ্য, পানিয় জল, শুকনো খাবার। চকভৃগু গ্রাম পঞ্চায়েত থেকে বালুরঘাট পুরসভা বালুরঘাট ব্লক প্রশাসন দিন রাত এক হয়ে কাজ করে এই দুর্যোগ মোকাবেলা করে।