আজ আমি আপনাকে আবার একটি সংগ্রামের কথা বলতে এসেছি—এম মনজুরুল ইসলাম
আজ আমি আপনাকে আবার একটি
সংগ্রামের কথা বলতে
এসেছি
এম মনজুরুল ইসলাম
—————————
শুনছেন?
আজ আমি আপনাকে নিজের ইতিবৃত্ত বলতে এসেছি, আমার পূর্বপুরুষদের নাগরিক হয়ে ওঠার কথা বলতে
এসেছি। উদ্বৃত্ত সম্পদের ভাগীদার
হয়ে আজ আমি একটি
অধিকারের
চুক্তিনামায় স্বাক্ষর করতে
এসেছি……
.
যারা সবসময় বুকের ভিতর বিপ্লবের চাষ করে,
যাদের শরীরের মাংস আগুনে পুড়ে
কাবাব হয়- আমি তাদের মতো
নির্যাতন সহ্য করতেই
এসেছি……
.
যুবকদের হাতে আমি গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র তুলে দিতে
এসেছি। তারা যেন শহরের সম্ভ্রম বাঁচাতে বুলেট
ছোঁড়ে, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে
গ্রেনেড ফাটিয়ে আতঙ্কবাদীদের
চোখে মুখে ভয় ফুটিয়ে
তোলে, আরেকটি
শুদ্ধ শিহরণের জন্য বলিষ্ঠ
সংগ্রামের ডাক
দেয়……
.
শুনছেন?
বেগবান হয়ে অনিবার্য অন্ধকারকে ক্লেদাক্ত
পাপ থেকে কীভাবে মুক্ত করতে
হয়- তা শেখাতেই আমি
আবার এসেছি………
.
যেখানে মৃত্যু ওঁৎ পেতে থাকে, যেখানে অন্ধকারগুলো একটি
সূর্যোদয়ের অপেক্ষায় বয়োবৃদ্ধ হয়, যেখানে সাইবেরিয়ার
বরফখণ্ডে মুখ লুকায় পোয়াতি একজোড়া মেরুন
রঙের অক্টোপাস- আমি সেই বিধ্বস্ত
অক্টোপাসের কথাই বলতে
এসেছি……
.
শুনছেন?
আমি আপনাকে বস্তিবাসীদের কথা বলতে এসেছি! বছর বছর
যাদের ঘর পোড়ে শটসার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার
বিস্ফোরণে, যারা ন্যূনতমভাবে বেঁচে থাকার
আশায় গোর্মেন্টসে কাজ করে
আটটা থেকে পাঁচটা, কিংবা
ওভার ডিউটি শেষে
ঘরে ফেরে মধ্যরাতে। যাদের অস্থি-মজ্জা
বিপ্লবের সুতিকাগার নয়, নিরাপদ
আশ্রয় ভেবে যারা রাত কাটায়
ফুটপাতে…….
.
তাদের কথা বলতে গিয়ে যারা আমাকে হত্যা করতে
চায়- আমি সেইসব হত্যাকারীদের কথা
বলতে এসেছি……..
.
ওল্ডহোমের আর্কিটেকচারের বিরুদ্ধে মানববন্ধন করতে
এসেছি, তার বিচারের দাবিতে রাজপথে নেমে
স্লোগান দিতে এসেছি। কারণ তিনি
ওল্ডহোমের নকশা করেছিলেন
বলেই পশ্চিমাদের
কালচার ছড়িয়ে পড়েছে
আজ বিশ্বব্যাপি…….
.
আমি সেইসব সন্তানদের সতর্ক করতে এসেছি- যারা
বৃদ্ধ পিতা-মাতাকে ওল্ডহোমে রেখে এসি
রুমে ঘুমায়, যারা পিতা-মাতার
বদলে ড্রয়িংরুমে বিদেশী
নাপাক কুকুর
পোষে……..
.
আমি ওদের সাবধান করতে এসছি, অনাগত
ধ্বংসের হুমকি দিয়ে আমি তাদের
সৎ পরামর্শ দিতে
এসেছি……..
.
আজ আমি আপনাকে রোম ও পারস্যের সালতানাতের
দাম্ভিক চূড়ার গল্প শুনাতে এসেছি। যদি শুনাতে
না পারি প্রয়োজনে আপনার উপহাসের
খোরাক হয়ে জালিম ও জুলুমের
বিরুদ্ধে আওয়াজ তুলতে
এসেছি……
.
শুনছেন?
মুয়াজ্জিনের আযান শুনে আমি আপনাকে মসজিদে যাওয়ার
আহ্বান করতে এসেছি, সহীহ্ শুদ্ধভাবে কুরআন
তেলাওয়াত শেখার কথা বলতে এসেছি। বেদ,
বাইবেল, ত্রিপিটক সম্পর্কে জ্ঞান
অর্জনের কথা বলতে
এসছি…..
.
আমি আপনাকে মানবিক হয়ে সবজাতের মানুষের
সাথে মিশে গিয়ে সাধারণ জীবন-যাপনের
জন্য অনুরোধ করতে
এসেছি……
.
বিক্ষুব্ধ জনতার
উত্তোলিত হাতগুলোর মাঝে আপনার হাতকেও
দেখতে এসেছি। শ্রদ্ধা জ্ঞাপনের জন্য
আবার একটি শহিদ মিনার
উদ্বোধন করতে
এসছি, আপনাকে আজ একজন ক্ষুধার্ত
বনি আদমের কথা বলতে
এসেছি………
.
এই যে, শুনছেন?
আসন্ন সংগ্রামের জন্য আপনাকে প্রস্তুত করতে এসেছি, মৃত্তিকার
বুক থেকে কালচে রক্তের দাগ চিরতরে মুছে ফেলতে
সাহায্য করতে এসেছি। আমি এসেছি বলেই
গণবিরোধী অত্যাচারীরা ভয় পেতে
শুরু করেছে, আমার
মিসাইল দৃষ্টি
ওদের বুকে কাঁপন তুলেছে। আমি ওদের
ধ্বংস করার জন্যই পুনর্বার
জন্ম নিয়েছি……
—————————-
০৪/০৯/২০২০ খ্রি. চককানু, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ।