// একটি কবিতার জন্ম// চন্দনা রায় চক্রবর্তী।।
// একটি কবিতার জন্ম//
চন্দনা রায় চক্রবর্তী।।
——————————–
সুপুরী গাছের মাথা ছুঁয়ে আসা,
এক চিলতে কনেবউ রাঙা নরম রোদ,
পাতার চিকের আড়ালে, ঢেউরঙা
মিহি আকাশ, কয়েকটা
বাস্তু শালিকের অর্বাচীন কিচিরমিচির,
বেনেবৌ এর মজলিশি জমায়েত
আলগোছে ছুয়ে থাকে পাশ থেকে,
খুব কাছ থেকে। জীবন অথবা মৃত্যু,
দুরত্ব কেবল মানা না মানা,
একটা নীল আকাশ……..
ঘনিষ্ঠতা আর বিচ্ছেদ, মাঝে
জীবনের তিনপ্রহর থেকে উঠে আসা
দিনলিপি… রঙচটা, নিশ্চল….
অবেলার ছায়া, শেষ বিকেলের
পলকহীন একাকীত্বকে কাছে টেনে নেয়।
পুরোনো দালানের স্যাঁতসেঁতে কার্নিশ
নৈমিত্তিক আঁকিবুঁকিতে ঝাপসা।
বিষাদের সঙ্গে মনের অপরিহার্যতা সরাসরি।
গোপন মনের আমলকি গন্ধ,
বর্ণমালার অন্ধিসন্ধি খুঁজে বেড়ায়।
অনুভূতির প্রগাঢ়তায়, সাবেকি মনের
অন্তহীন আঙিনায় বোহেমিয়ান শব্দরা
একসময় জেগে ওঠে, ভেসে ওঠে, হেসে ওঠে,
শূন্যতা শীর্ষক হৃদয়ের চালচিত্রে
একটা নতুন কবিতা জন্ম নেয়।।