#ত্রিওলে জ্যোৎস্না ভেজা রাতে ————– তুলি চক্রবর্তী
#ত্রিওলে
জ্যোৎস্না ভেজা রাতে
তুলি চক্রবর্তী
ভুবনডাঙার মাঠ পেরিয়ে অন্য খোয়াই হাটে,
কামরাঙা রঙ শাড়ি পরা সাঁওতালী সেই মেয়ে
মাঠ জুড়ে আজ চাঁদ নেমেছে, সূর্য গেছে পাটে,
ভুবনডাঙার মাঠ পেরিয়ে অন্য খোয়াই হাটে ।
সাঁওতালী মেয়ে নেচেই চলে, জ্যোৎস্না ভেজা ছাটে
নাচের তালে জোছনা গড়ায়, সারা শরীর বেয়ে
ভুবনডাঙার মাঠ পেরিয়ে অন্য খোয়াই হাটে,
কামরাঙা রঙ শাড়ি পরা সাঁওতালী সেই মেয়ে ।