||| দেখতে চাই ….. তপন ঘোষাল
||| দেখতে চাই …..
তপন ঘোষাল ।
ভালোবাসা না পেলে —
আমি পড়ে রবো নিরন্ন ভিখিরীর মতো পথের ঐ ধারে ?
দেবদাস হয়ে পারু পারু কাটাব জীবন ?
উঁহু ! কদাপি তা নয় …
পাথরেও ফোটাব ফুল, বাসি মালা জল দিয়ে তরতাজা করে নিয়ে ভাঙব ভাঙব সব ভুল ||
ভালোবাসা না পেলে —
আমি যদি হয়ে যাই হিংস্র বাঘ!
কিম্বা ধর, বীভৎস বকরাক্ষস
ঘৃণা করে বুকে চেপে বসবি কি নিশ্চিত — ঠাসিয়ে মারবি এক চড় ?
ছিঁড়েখুঁড়ে তছনছ করে দিবি,
আলাপে দগ্ধ হবে বুক, উঠবে কি ঝড় ?
বেশ বেশ ! তাই হোক তবে,
বাধা নেই তাতে ….
স্পর্শেও সুখ আছে, নখের আঁচড়! আর
খোলা চুলে নেশার আগুন!
পুড়তেই চাই যে, যদি হতে পারি এক
পাগলা মধুপ ||
ভালোবাসা যদি থাকে ঐ মগডালে
নামিয়ে আনব তাকে মাটিতে,
তারপর ঘোর আঁধার কাল!
শুন্যতা ভরবে! গোলাকার বৃত্তের পরিধি’র
সবটুকু জুড়ে তোলপাড় বুক আর,
স্বর্ণসুখের আবেশে মাখামাখি মগ্নতা নিয়ে,
জানি আসবেই নতুন সকাল ||