পূজার ভ্রমনে উত্তরাখন্ডের কিছু স্মৃতি —– ঝুমা দাসগুপ্ত
পূজার ভ্রমনে উত্তরাখন্ডের কিছু স্মৃতি
ঝুমা দাসগুপ্ত
উত্তরাখণ্ডের জিম করবেট এ আমরা …
গতবছর পুজোয় আমরা বেড়াতে গেছিলাম নৈনিতাল, রানীক্ষেত , আলমোরা, কৌসানি, আর সবশেষে জিম কর্বেট …..আজ আমি জিম কর্বেট এর কথা বলবো …..আমাদের জন্য জঙ্গলের মাঝখানে অসাধারণ একটা রিসোর্ট বুকিং করা ছিল , গাড়িতে করে আমরা যখন গিয়ে পৌঁছলাম দুপুর হতে তখন একটু বাকি।
বেশ ভালো লাগলো অনেকটা হেঁটে আমাদের ঘরটা পেলাম। চারিদিকে জঙ্গল বেশ গা ছমছম পরিবেশ …খুব ভালো লাগলো, আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। যাই হোক তারপর পরের দিন জঙ্গলে ঘুরে বাঘ দেখার প্রোগ্রাম বানিয়ে ফেললাম আমরা।
বেশ ভোরে উঠতে হবে তাই রাতের খাবার সেরে নিলাম আমরা খুব তাড়াতাড়ি। কিন্তু পরের দিন বেশ দেরি হয়ে গেলো বেরোতে , যে গাইড আমাদের ছিল সে বললো আপ লোগো নে দের কর দিয়া। বাঘ ঠিক ৪ টে ৪.৩০ তে দেখলেও দেখা যেতে পারে
ঠাণ্ডায় হুড খোলা জিপে আমরা বেশ রোমাঞ্চকর লাগছিল। মনে হচ্ছিল যেন শিকার করতে যাচ্ছি,
ঘুরলাম কিন্তু বাঘ আমাদের ভাগ্য ছিলনা।
তবে জঙ্গলের পরিবেশ খুব ভালো লাগলো ..
আমরা সেরকম কিছু দেখতে পাই নি …..
কিছু ছবি দিলাম আপনাদের জন্য হয়তো ভালো লাগবে ..