“আজও নীরা”—-কলমে–নীরা মিত্র
“আজও নীরা”
অাজও নীরার কল্পনা প্রাণ পায় ভাষায়…
অাজও নীরা ‘নীরার কবিতা’
পড়ে…
অাজও নীরাকে ছুঁয়ে থাকে কবিতা…
অাজও নীরা গভীর রাতে দক্ষিণের বারান্দায় চাঁদের
অালোয় নিজেকে হারায়….
অাজ ও নীরা হেমন্তের শিশির মেখে দিনের প্রথম অালো দেখার
অপেক্ষায় থাকে….
অাজও নীরা ভালোবাসে শ্রাবনী মেঘের কাজল কলো ভ্রুকুটি…
অাজও নীরা প্রেমিকের একটা কবিতা য় নিজেকে দেয় উজাড় করে ….
নীরার হাতে চিঠির ভাষায় কাব্য ঝরতো একদিন,….
অাজ সেই হাতে মুঠো ফোনে কবিতা র কারিকুরি, ….
অাজও নীরা ভালোবাসে প্রেমের উষ্ণ অালিঙ্গনে অাবদ্ধ হতে….
অাজও নীরা কল্পনার তুলি দিয়ে তার প্রেমিককে অাঁকে কবিতার ভাষায়,….
অাজও নীরা গল্প থেকে উপন্যাসে, জন্ম থেকে জন্মান্তরে উন্নিত হয়….
আজও নীরা তাই চির যৌবনা…
(কলমে–নীরা মিত্র)