করোনা সন্দেহে গঙ্গারামপুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি 1
২৯শে মার্চ, গঙ্গারামপুরঃ এই প্রথম করোনা সন্দেহে এক ব্যক্তিকে গঙ্গারামপুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হলো হরিরামপুরের এক বাসিন্দাকে। তিনি গত 22 মার্চ পাঞ্জাব থেকে জেলায় ফিরেছিলেন, জেলায় ফেরার পর থেকেই জ্বর নিয়ে অসুস্থ থাকায় তাকে 14 দিনের হোম কারেন্ট টিমে রাখা হয়েছিল। আজকে তার শারীরিক অবস্থা অবনতি হলে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে চিকিৎসকরা করোনা সন্দেহে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করান। এদিন তার রক্তের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। জানা যায় গত তিন মাস আগে এই ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় কাজের জন্য পাঞ্জাবে গিয়েছিলেন। সেখানে করোণা পরিস্থিতিতে কর্মহীন হওয়ায় জেলায় ফিরে আসেন। আসার পর থেকেই জ্বর ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকরা 14 দিনের হোম কোয়ান্টামের নির্দেশ দেন জেলা স্বাস্থ্য দপ্তর। এর পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গঙ্গারামপুর সুুুুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে হরিরামপুর এলাকায়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে আমাদের জানান এই ব্যক্তি পাঞ্জাবে থাকাকালীন টিবি সমস্যায় ভুগছিলেন। এরপর জেলায় এসে জ্বর ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হোম কোয়ান্টাম রাখার নির্দেশ দেয়া হয়। এরপর তিনি আরো অসুস্থতা বোধ করলে তাকে গঙ্গারামপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এখনো পর্যন্ত এই ব্যক্তি আক্রান্ত কিনা তা চিহ্নিত হয়নি।