লকডাউন অমান্যকারিদের কড়া হাতে ব্যবস্থা বালুরঘাট পুলিশের
বালুরঘাট ২৫ মার্চঃ লকডাউন অমান্য করে রাস্তায় বেড়নো ও দোকান খুলে ব্যবস্যা করা নিয়ে এবার কড়া ব্যবস্থ্যা নিতে পথে নামলো জেলা প্রশাসন।
আজ বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় জেলা প্রশাসনের উচ্চ আধিকারিকরা টহল চালানোর সময় অপ্রয়োজনীয় কাজে রাস্তায় বেড়োনো মানুষজনকে ধরে লকডাউন না মানার জন্য কড়া হাতে ব্যবস্থ্যা গ্রহন করে। কোথাও টোটো ধরে তার চাকার পাম্প ছেড়ে দেওয়া হয়। আবার কখনও বাইক আরোহীর দিকে লাঠি নিয়ে তাড়া করে সতর্ক করে ফের বাড়ি ফেরত পাঠায়।
আবার কোথাও জরুরি পরিষেবার দোকান না হওয়া সত্বেও সার্টার নামিয়ে ভেতর থেকে জিনিষ বিক্রি করার জন্য ব্যবসায়ীকে প্রকাশ্যে লাঠি পেটা করতেও দেখা যায় জেলা প্রশাসনের উচ্চআধিকারিকদের।
আর পুলিশের এই ভূমিকায় খুশি সাধারন মানুষ।
তাদের অভিযোগ যেখানে বার বার প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহামারী রোগের সংক্রামন ছড়িয়ে পড়া রোধ করতে বাড়িতে ঘর বন্দি থাকার আবেদন জানাচ্ছেন। সেখানে এই ভাবে বিনা কাজে ঘর থেকে বেড়িয়ে মানুষ ও সরকারকে এভাবে বিপদে ফেলা মোটে ও তাদের উচিৎ কাজ নয়। এব্যাপারে প্রশাসনিক কর্তারা রাস্তায় বেড়িয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করেছে বলে তাদের দাবি।