ফেসবুক প্রেমে হোটেল কর্মীকে বিয়ে করে বিপাকে কেরলের কিশোরী
বালুরঘাট, ১৯ নভেম্বরঃ হোটেল কর্মীর ফেসবুক প্রেমে হাবুডুবু কেরলার কিশোরী । পালিয়ে বিয়ে করার অপরাধে যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চক্ভৃগুর বাসিন্দা ওই যুবক শুভ রায় । পুলিশ তাঁকে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে । ঘটনায় আটক নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর লাগোয়া চক্ভৃগুতে ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মালদায় একটি হোটেলে কাজ করার সময় ফেসবুকে কেরলের এক নাবালিকার সাথে বন্ধুত্ব হয় শুভোর । ফেসবুকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের দুজনের । গত প্রায় এক মাস আগে কেরল থেকে নাবালিকা মালদা এসে তাঁকে বিয়ে করার প্রস্তাব দেয় বলে দবী শুভোর পরিবারের । সেখানে এই বলে চাপ সৃষ্টি করা হয় যে, তাঁকে নিয়ে না গেলে আত্মহত্যা করবে সে । বাধ্য হয়ে শুভ নাবালিকাকে নিয়ে বালুরঘাটে বাড়িতে আসলে প্রথমে তাঁদের বাড়িতে তুলতে চাননি শুভোর পরিবার । ঘটনায় একটি ভাড়া বাড়িতে থাকতো তাঁরা । গত লক্ষ্মী পূজোর দিন বোল্লা মন্দিরে তাঁরা দুজনে বিয়েও করে । যার পর তাঁদের দুজনকে বাড়িতে আশ্রয় দেয় শুভোর পরিবার ।
জানাগেছে, বিয়ের কিছুদিন পর দুজনে ঘুরতেও গিয়েছিল সিকিমে । মেয়ের বাবাও কিছুদিন এসে থাকেন তাঁদের বাড়িতে । এদিন হঠাৎ করেই পুলিশ নিয়ে বাড়ীতে হাজির হন ওই নাবালিকার বাবা । নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেপ্তার করা হয় যুবক শুভকে । নাবালিকাকে উদ্ধার করে তুলে দেওয়া হয় চাইল্ড লাইনে ।
যুবক শুভর মা শিপ্রা রায় জানিয়েছেন, তাঁর ছেলের উপর চাপ সৃষ্টি করে বিয়ে করে ওই মেয়েটি । তাঁর বয়স গোপন করে এমন কান্ড করেছিল । পুলিশ তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে ।
বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন, পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছেন ।