বোল্লা মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার রাতভর অভিযান পুলিশ, গ্রেপ্তার ৪০ জন
বালুরঘাট, ১৬ নভেম্বরঃ বোল্লা মেলার ঐতিহ্য বজায় রাখতে মদ ও জুয়ার আসর বন্ধে শুক্রবার রাতভর অভিযান চালালো বালুরঘাট থানার পুলিশ । মেলা চত্বর জুড়ে দফায় দফায় হানা দিয়ে পূজোর রাতেই ৪০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । মেলায় মদ্যপান থেকে শুরু করে জুয়া খেলা সহ একাধিক অপরাধ মূলক কাজের অভিযোগে গ্রেপ্তার করা হয় ধৃতদের । শনিবার সকলকে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে ।
উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা কালী পূজো ঘিরে তিন দিনের বিশাল মেলা বসে বালুরঘাটের বোল্লা এলাকায় । দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষকে নিরাপত্তা দিয়ে মেলা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন । আকাশ পথে ড্রোনের নজরদারি, ২৬টি সিসিটিভি ক্যামেরা, একটি ওয়াচ টাওয়ার সহ পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে মেলায় । একই সাথে সিভিল ডিফেন্স কর্মীরাও নিযুক্ত হয়েছেন দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানে । শুক্রবার রাতে দেবীর পূজোর মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশাল মেলা । তার মাঝেই মেলা চত্বর জুড়ে মদ, জুয়া সহ একাধিক অপরাধমূলক কাজ কর্মের অভিযোগে পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ।
ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, বোল্লা মেলায় হানা দিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে । শনিবার তাদের আদালতে পাঠানো হয় ।