বোল্লার মানত কালী বাড়তি রোজগারের পথ দেখায় মৃৎশিল্পীদের
বালুরঘাট, ১৪ নভেম্বরঃ ফাঁকা মরশুমে মৃৎশিল্পীদের বাড়তি রোজগারের দিশা দেখায় বালুরঘাটের বোল্লা কালী মেলা । বোল্লা পূজোর এক মাস আগে থেকেই মন্দির চত্বরে ভিড় জমান দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তের শিল্পীরা । শারদউৎসবের মধ্য দিয়ে দীপাবলিতে কালী পূজোর পর এক প্রকার ফাঁকা হাতে বসে থাকতে হয় মৃৎ শিল্পীদের । রোজগারে টান পরতেই বোল্লা মেলাকে ঘিরে নতুন করে আয়ের উৎস পান জেলার শিল্পীরা । উত্তরবঙ্গের স্বনামধন্য বোল্লা কালী পূজোয় ভক্তদের মানতের কালী প্রতিমা গড়ে আয় করেন প্রচুর শিল্পী ।
রাশ পূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয় বালুরঘাটের বোল্লা পূজো । দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই পূজো ঘিরে । তিন দিনের মেলায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ । যেখানেই দেবীর কাছে মানতের কালী প্রতিমা নিবেদন করেন অসংখ্য ভক্তরা । ছোট থেকে বড় ওই প্রতিমাগুলি ৫০০ টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় । এক এক জন শিল্পী এই কদিনে দেড়শো থেকে দুশো’টি পর্যন্ত ঠাকুর তৈরির বায়না পান । ফলে ভাই ফোঁটার পর থেকেই তাবু খাটিয়ে প্রতিমা তৈরির কাজে লেগে পড়েন শিল্পীরা । সব মিলিয়ে প্রায় দেড় হাজার মানতের কালী প্রতিমা তৈরি হয় এই পূজোয় ।
বালুরঘাটের ডাঙ্গীর মৃৎশিল্পী নিখিল বর্মন বলেন, দীর্ঘ দিন ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত । ফাঁকা মরশুমে বোল্লা পূজো বাড়তি রোজগারের পথ খুলে দেয় তাঁদের সামনে । তিন রাত এক করে কাজ করতে হয় তাঁদের ।
বদলপুরের অপর এক শিল্পী শিবেন মন্ডল বলেন, ৩০ বছর ধরে এই মেলায় মানতের প্রতিমা তৈরি করে আসছেন । বর্তমানে অর্ডারের পরিমান বেড়েছে বহুগুন।