যাত্রী নিরাপত্তায় বালুরঘাটে উদ্বোধন হল জিআরপি থানা
বালুরঘাট, ১২ নভেম্বরঃ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন পর বালুরঘাট স্টেশনে উদ্বোধন হল জিআরপি থানার । ২০০৮ সালে জিআরপি থানা হবার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায় । এদিন জিআরপি থানার উদ্বোধন করেন জিআরপির মালদা রেঞ্জের ডিএসপি রিপন বল । এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান । জানাগেছে, বর্তমানে এই থানায় দুই জন এসআই, ছয় জন এএসআই সহ ১২ জন কনস্টেবল থাকবেন । থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে গোবিন্দ মালিকে । তিনি এর আগে মালদা রেঞ্জের এসআই পদে নিযুক্ত ছিলেন । বালুরঘাটে এই জিআরপি থানা স্থাপন হওয়ায় উপকৃত হবেন মালদা বালুরঘাট রুটের অসংখ্য রেল যাত্রীরা ।
জিআরপির মালদা রেঞ্জের ডিএসপি রিপন বল জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিল বালুরঘাটে একটি জিআরপি থানা স্থাপনের । এদিন দুই জন এসআই, ৬ জন এএসআই সহ ১২ জন কনস্টেবল দিয়ে থানার উদ্বোধন হয়েছে । যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাবেন তাঁরা।