জঙ্গী আক্রমণের আশঙ্কায় কাশ্মীর থেকে শ্রমিকদের ফেরাল রাজ্য সরকার, দক্ষিণ দিনাজপুরে ফিরল ১১২ জন
বালুরঘাট, ৫ নভেম্বরঃ কাশ্মীরে জঙ্গী আতঙ্কে দক্ষিণ দিনাজপুরের ১১২ জন শ্রমিককে কাশ্মীর থেকে ফিরিয়ে আনল রাজ্য সরকার । মঙ্গলবার ভোরে তিনটি গাড়ি করে জেলার বুনিয়াদপুরে শ্রমিকরা ফিরতেই জেলা প্রশাসনের তরফে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় । এদিন কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও শ্রমিকদের হাতে তুলে দিয়েছে প্রশাসন । প্রশাসনের সাথে সহযোগীতা করে শ্রমিকদের বাড়ি ফেরাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন জেলা তৃণমূল নেতৃত্বরাও ।
সোমবার রাতভর উপস্থিত থেকে শ্রমিকদের খোঁজ খবর নেবার পাশাপাশি তাদের হাতে কিছু জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে জেলা তৃণমূলের তরফেও । কাজ ছেড়ে চলে আসা শ্রমিকরা ঘরে ফিরতেই আর্থিক সঙ্কটের এক নতুন আতঙ্ক পিছু নিয়েছে । যার থেকে মুক্তি পেতে সরকারের কাছে সাহায্য ও কাজের দাবি জানিয়েছেন তাঁরা । মহকুমাশাসকের পাশাপাশি সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষেরও।