রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে দোকানে দোকানে হানা মহকুমা শাসকের
বালুরঘাট, ৩ নভেম্বরঃ জনসাধারণের মধ্যে বিলি করা রেশন ব্যবস্থার মান খতিয়ে দেখতে দোকানে দোকানে হানা দিলেন মহকুমা শাসক । রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মলের নির্দেশে বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন রেশন দোকানে নজরদারি চালাতে হানা দেয় মহকুমা শাসক ঈশা মুখার্জ্জী । এদিন খাদ্য দপ্তরের পরিদর্শককে সঙ্গে নিয়ে মহকুমা আধিকারিক সহ রেশন দোকানগুলিতে হানা দেন এসডিও । উপভোক্তাদের সাথে কথা বলে তাঁদের বিভিন্ন সুবিধা অসুবিধা শোনেন মহকুমা শাসক । রেশন সামগ্রী বন্টনের পর প্রতিটি গ্রাহককে সঠিক স্লিপ দেওয়া হচ্ছে কিনা তাও দেখেন ঈশাদেবী । একই সাথে রেশন সামগ্রী সঠিক রয়েছে কিনা, দ্রব্যের গুণগত মান নিয়েও জবাব চান । এদিন খোলা আকাশের নীচে চলা মাংসের দোকানে হানা দিয়ে তাঁদের সতর্ক করেন এসডিও ।
ঈশা মুখার্জ্জী জানিয়েছেন, রেশন ব্যবস্থা তদারকির জন্য স্থানীয় স্তরে একটি এম.আর কমিটি গঠন করতে বলা হয়েছে । আগামী সাত দিনের মধ্যে রেশন দোকানদারদের তা করতে হবে । এদিন দোকানে দোকানে রেশনের মান দেখা হয় ।