বালুরঘাটের জনপ্রিয় বোল্লা কালী পূজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা
বালুরঘাট, ৩ নভেম্বরঃ বালুরঘাটের বোল্লা কালী পূজো প্রস্তুতি সহ নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে মাঠে নামলেন জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা। রবিবার বিকেলে বোল্লা মন্দির প্রাঙ্গন সহ তৎসংলগ্ন এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিস সুপার দেবাশিষ নন্দী, ডেপুটি পুলিস সুপার ধীমান মিত্র, বিডিও অনুজ শিকদার, বালুরঘাট থানার আই সি জয়ন্ত দত্ত সহ অন্যান্যরা। মেলায় আগত দর্শনার্থীরা যাতে কোন প্রকার সমস্যায় না পড়েন সেই দিক লক্ষ্য রেখে মেলা প্রাঙ্গন সহ এলাকা জুড়ে পর্যাপ্ত আলো, রাস্তা থেকে নিরাপদ দূরত্বে যাতে দোকান বসানো হয় এমন সব বিষয় মন্দির কমিটিকে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা ।
একই সাথে মেলা চত্বরে পযাপ্ত শৌচাগার, বায়ো টয়লেট, ডাস্টবিন, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি রাখার জায়গা সহ নিরাপত্তা নিয়ে দীর্ঘক্ষন পুজো কমিটির সাথে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। জেলা পুলিশ সূত্রের খবর, এবারে মেলায় বাড়তি নজরদারি চালাতে ড্রোনের পাশাপাশি টাওয়ার, সিসিটিভি ক্যামেরা মাধ্যমে নজরদারি চালানো হবে ।
ডেপুটি পুলিশ সুপার ধীমান মিত্র জানিয়েছেন, দর্শনার্থীদের যাতে সমস্যা না হয় সেই কারণে পূজোর চারদিন মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে ।
পূজো কমিটির ম্যানেজার দীপক কর্মকার বলেন, মেলার নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা । এবারে বাড়িতি নজরদারি চালাবে পুলিশ প্রশাসন ।