রাস্তা তৈরির আশ্বাস পেয়ে তৃণমুলে যোগ দিল আস্ত গ্রাম, চকমাধব গ্রামের বাসিন্দাদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২ নভেম্বর––– উন্নয়নের আশ্বাসে আস্ত গ্রাম যোগ দিল তৃণমূল কংগ্রেসে । শনিবার কামারপাড়ায় প্রকাশ্য জনসভা করে বাসিন্দাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ । উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার, টাউন সভাপতি সুভাষ চাকী, কল্পনা কিস্কু প্রমুখ । বালুরঘাটে অমৃতখন্ড পঞ্চায়েতের চক মাধব সংসদের ৭০০ ভোটার রয়েছে । দীর্ঘ দিন ধরে এলাকার ৩০০ পরিবার তাঁদের যাতায়াতের রাস্তা তৈরির দাবীতে আন্দোলন করেও কোন ফল পাননি । রাস্তার দাবীতে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট পর্যন্ত বয়কট করেন বাসিন্দারা । যার পরেই শাসক দলের কাছে আশ্বাস পেয়ে তৃণমূলে যোগদান করেন তাঁরা ।
দীর্ঘদিন ধরেই চকমাধব গ্রাম আরএসপির খাস তালুক বলে পরিচিত । পঞ্চায়েত থেকে লোকসভা একাধিক নির্বাচনে ওই গ্রামে বাম দলের পাল্লাই ভাড়ি ছিল বলে খবর । তবে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কিছু বাসিন্দা বিজেপি ও তৃণমূলের পক্ষ নিয়েছিলেন । এমন পরিস্থিতিতে গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা তৈরির দাবীতে একাধিক দপ্তরে দরবার করেও কোন ফল না পেয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেন বাসিন্দারা । পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা ভোট পর্যন্ত বয়কট করেন গ্রামের প্রতিটি বাসিন্দা । এবারে লোকসভা নির্বাচনে গ্রামে গিয়ে বাসিন্দাদের আশ্বাস দিয়েছিলেন বিজেপির বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার । তাঁর পরেও ওই রাস্তা তৈরি হয়নি । এদিন শাসক দলের তরফে আশ্বাস পেয়ে আস্ত গ্রাম তৃনমুলে যোগ দেয় ।