বালুরঘাট থেকে ফুডকর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিস মালদা সরানোর উদ্যোগ, সমস্যায় পড়বেন প্রচুর মানুষ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১নভেম্বর–––  ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিস বালুরঘাট থেকে মালদা স্থানান্তরের উদ্যোগে সমস্যায় দক্ষিণ দিনাজপুর জেলাবাসী । সমস্যায় পড়বেন উত্তর দিনাজপুর জেলার মানুষও । সমস্যা হবে মিড’ডে মিলের খাবার সরবরাহ থেকে রেশনিং ব্যবস্থাতেও । দুই জেলার ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকদের অসুবিধায় পড়তে হবে এই অফিস বালুরঘাট থেকে মালদা স্থানান্তর হলে । ইতিমধ্যে একটি নির্দেশিকা পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলায় । ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাইস মিলার অ্যাসোসিয়েশন । সমস্যা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন বালুরঘাটের বর্তমান ও প্রাক্তন সাংসদ ।

দেশ ভাগের আগে ১৯৬৫ সালে বালুরঘাটের সুভাষ কর্ণার এলাকায় গড়ে ওঠে পশ্চিম দিনাজপুর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নামে ওই অফিস । যেখান থেকেই উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মিড’ডে মিল, রেশনিং ব্যবস্থা সচল রাখতে খাদ্য সরবরাহ করা হত । এমনকি বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাড়াত ওই অফিস । সংস্থার অধিনস্ত বুনিয়াদপুরে ২২ হাজার মেট্রিকটন খাবার মজুতের একটি গোডাউনও রয়েছে । বর্তমানে ১৮ জন কর্মী রয়েছেন ওই দপ্তরে । এই দপ্তরের উপর নির্ভরশীল জেলার ৫০টি রাইস মিলার সহ রেশন ডিস্ট্রিবিউটর, অঙ্গনওয়ারি কেন্দ্র প্রভৃতি । এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ওই দপ্তর বালুরঘাট থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সরব হয়েছেন জেলার মানুষ । স্থানান্তরের নির্দেশ পেতেই দপ্তরের কাগজপত্র সহ ফাইল প্রভৃতি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগের সাংসদের আমলে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে । তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন ।

প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন, আগেও এমন চেষ্টা হয়েছিল । তিনি নিজ উদ্যোগে তা আটকে দিয়েছিলেন । এবারে এমন নির্দেশের কথা শুনে ইতিমধ্যে রাজ্যের খাদ্য মন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন তিনি ।

রাইস মিলার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক জোয়ারদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা ডেপুটেশন প্রদান করবেন ।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশনাল ম্যানাজার সপ্তর্ষি মন্ডল জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশেই কাজ হবে । এখানে তাঁদের কোন হাত নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *